ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ০৯:২২ অপরাহ্ন
রামপালে করোনা টিকা নেওয়ার ফ্রী রেজিষ্ট্রশন সেবা চালু করেছে জেড মুন্সি
মল্লিক জামান রামপাল

বাগেরহাটের রামপালে করোনা ভ্যাকসিন নেওয়ার ফ্রী রেজিষ্ট্রশন সেবা চালু করা হয়েছে।

বাগেরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়’র দিক নির্দেশনায় করোনা ভ্যাকসিন নেওয়ার ফ্রী রেজিষ্ট্রশন সেবা চালু করেছেন উজলকুড় ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী মুন্সি বোরহান উদ্দিন জেড। ১৪ জুলাই বুধবার দুপুর ১২ টায় এ ফ্রী রেজিষ্ট্রশন সেবার আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়।

উজলকুড় ইউনিয়নের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী মুন্সি বোরহান উদ্দিন জেড জানান যে, সাধারন মানুষ কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তির নিবন্ধন পদ্ধতি সবাই বুঝে উঠতে পারে না। এ ক্ষেত্রে গ্রামের সাধারন মানুষ বেশী সমস্যার সম্মুখীন হয়। সাধারণ মানুষের এ সমস্যাকে উপলব্ধি করে বাগেরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ তন্ময়’র দিক নির্দেশনায় এ সেবা চালু করা হয়েছে। রেজিষ্ট্রেশনের জন্য উপজেলার উজলকুড় ইউনিয়নের ফয়লা বাজারের স্কুল মোড়ে নৌকা প্রতীকের প্রার্থীর অফিসে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। দেশে অবস্থানকারীদের জন্য জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর এবং বিদেশ গামীদের জন্য পাসপোর্ট ও নমিনীর জাতীয় পরিচয়পত্র নিয়ে যেতে বলা হয়েছে । এছাড়া জরুরী প্রয়োজনে ০১৯১১-৮৩৩৮৮৪ নম্বরে যোগাযোগের আহবান জানানো হয়েছে।

 

One response to “রামপালে করোনা টিকা নেওয়ার ফ্রী রেজিষ্ট্রশন সেবা চালু করেছে জেড মুন্সি”

  1. … [Trackback]

    […] Read More to that Topic: doinikdak.com/news/36274 […]

Leave a Reply

Your email address will not be published.

x