ফেনীর সোনাগাজীর ধলিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে কাজ করতে গিয়ে একরামুল হক(৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে পেশায় কাঠমিস্ত্রী।
জানা যায়, ধলিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে একটি বাড়িতে ঘরের সিড়ির রুমের টিন লাগাতে গিয়ে টিন গলার বামপাশের উপরে পড়ে তার মৃত্যু হয়।
সোনাগাজী উপজেলার মজলিশপুরে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ফারুক জানান, একরামুল হক আমাদের(পুরাতন) বাড়ীর জামাই সে ছিলো সবার পছন্দের ব্যক্তি। সবার সাথে হাসিখুশি মন নিয়ে কথা বলতেন চলাপেরা করতেন। সত্যি বলতে ঘটনাটি শুনার পর নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি।
সোনাগাজী মডেল থানা ওসি (তদন্ত) আব্দুর রহিম সরকার জানান, ঘটনাটি ফেনীর সদর উপজেলায় হয়েছে। তবে লোকটি সোনাগাজী উপজেলায় বসবাস করায় আমার সূরতহাল করি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই এমন লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা হয়৷