কুমিল্লার মুরাদনগরে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মুরাদনগর প্রেসক্লাবে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যুগান্তরে মুরাদনগর প্রতিনিধি সুমন সরকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সমকাল ও রূপশী বাংলার মুরাদনগর প্রতিনিধি বেলাল উদ্দিন আহাম্মদ, ইত্তেফাকের মুরাদনগর প্রতিনিধি মোশারফ মনির, মোহনা টিভির তৌহিদুর রহমান, মাতৃভ‚মির খবর মুরাদনগর প্রতিনিধি সাংবাদিক মনির খান, সরেজমিনের কুমিল্লা ব্যুরো শারফিন শাহ। পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও: মো: সানাউল্লাহ।
উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের উপদেষ্ঠা আহসান হাবীব শামীম, ভোরের কাগজের মুরাদনগর প্রতিনিধি রায়হান চৌধুরী, দৈনিক জনতা মুরাদনগর প্রতিনিধি মোহাম্মদ আলী, সাংবাদিক আবুল কালাম মজুমদার, খোরশেদ আলম, শাখাওয়াত তুহিন, মো: দুলাল আহাম্মেদ, এম শামীম, অনিক হাসান, মো: শামীম প্রমুখ।
… [Trackback]
[…] There you can find 59616 additional Info to that Topic: doinikdak.com/news/35890 […]