ঢাকা, শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
বিরামপুরে পাঁচ জুয়াড়ীকে ৭দিনের কারাদন্ড প্রদান
(মিজানুর রহমান মিজান) প্রতিনিধি বিরামপুর, দিনাজপুর

দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে প্রকাশ্যে জুয়া খেলার সময়

মনোয়ার হোসেন (৩৫), মোজাম্মেল হক (৬০), রেজাউল (৩৫), নুর আলম(৩৮), আনসার (৬০)আলী নামে পাঁচ জুয়াড়ীকে আটক করে। আটক জুয়াড়ীদের ভ্রাম্যমান আদালত প্রত্যেকে ৭দিনের কারাদন্ড প্রদান করেছেন।

মঙ্গলবার (১৩ জুলাই)  রাত্রে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ও অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ শাহীন শেখ সর্ঙ্গীয় ফোর্সসহ বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের কুচিয়া মোড় গ্রামে অভিযান চালায়। এসময় আইন অমান্য করে প্রকাশ্যে জুয়া খেলার সময় পুলিশ ধাওয়া করে পাঁচ জুয়াড়ীকে আটক করে। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ১,৫৫৫/- টাকা ও জুয়া খেলার উপকরণ সহ পাঁচ জুয়াড়ী আটক করে।

আটককৃত জুয়াড়ীদের মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের ভ্রাম্যমান আদালত প্রত্যেকে ৭দিনের কারাদন্ড প্রদান করেন। মোবাইল কোর্ট মামলা নং- ৬০১-৬০৫/২১, তাং- ১৩/০৭/২১ ইং।

কারাদন্ড প্রাপ্তরা হলেন, বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের কুচিয়া মোড় গ্রামের আজাহার আলীর ছেলে মনোয়ার হোসেন(৩৫), মৃত: জেহের উদ্দিনের ছেলে মোজাম্মেল হক (৬০), ফরিজ উদ্দিনের ছেলে রেজাউল (৩৫), আনসার আলীর ছেলে নুর আলম (৩৮), মৃত: আতর আলী ছেলে আনসার (৬০)আলী।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সুমন কুমার মহন্ত আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রকাশ্যে জুয়া খেলার সময় পাঁচ জনকে আটক করা। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করলে বিজ্ঞ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার প্রত্যেকে ৭দিনের কারাদন্ড প্রদান করেন। কারাদন্ড প্রাপ্তদের ১৩/০৭/২০২১ইং দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য পলাতক জুয়াড়ীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত থাকবে

x