ঢাকা, বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
গাইবান্ধায় ২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ৫৫
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় মঙ্গলবার করোনা ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছে ৫৫ জন।

এরমধ্যে সদর উপজেলায় ২৪, গোবিন্দগঞ্জে ৯, ফুলছড়িতে ৪, সুন্দরগঞ্জে ৫, সাঘাটায় ৪, পলাশবাড়ীতে ৩ ও সাদুল্যাপুর উপজেলায় ৬ জন। তবে করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে ৫৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা শেষে ছাড়পত্র নেয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৫৮ জন। এদিকে জেলায় সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৮০ জন। এরমধ্যে ২৭ জন মারা গেছে। জেলায় হোম কোয়ারেন্টাইন ব্যক্তি মোট ১০ হাজার ৪৮৪ জন। এদের মধ্যে হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র দেয়া হয়েছে মোট ৭ হাজার ৪৫৮ জনকে।

এছাড়া জেলায় করোনায় শনাক্ত ২ হাজার ৭৮০ জনের মধ্যে ১ হাজার ৯৬৩ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সুত্রে এসব তথ্য জানা গেছে।

x