ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান ও ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শক্রমে সোমবার রাতে তাকে রাজধানীর সেন্ট্রাল পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সালেহ উদ্দিন-হোসনে আরা চৌধুরী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব ব্যাংকার জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু তিনি জানান, খায়রুল বাশার মজুমদার তপনের শারিরীক অবস্থা স্থিতিশীল রয়েছে।
পরিবার সূত্র জানায়, উপসর্গ থাকায় খায়রুল বাশার মজুমদার তপন গত রবিবার নমুনা দেন। সোমবার সকালে পিসিআর ল্যাবের নমুনা প্রতিবেদনে তার সংক্রমণ পজিটিভ বলে জানানো হয়। শুরুতে তিনি রাজধানীর শান্তিনগরের বাসায় আইসোলেশনে ছিলেন।
তিনি ইতিপূর্বে কোভিড-১৯ ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন। গত ক’দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করছেন।
তপনের রোগমুক্তির জন্য জেলা পরিষদ সদস্য ও পরশুরাম উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম. সফিকুল হোসেন মহিম সবার কাছে দোয়া চেয়েছেন।