ফেনীর ছাগলনাইয়ায় চম্পক নগর বিওপি ক্যাম্প বিজিবি’র সদস্যদের অভিযানে ৩ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি হলেন, ফেনী সদর থানার মধুআই গ্রামের আবু আহমদ এর ছেলে মোঃ জাফর হোসেন (২৮)।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চম্পক নগর বিওপি’র হাবিলদার নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র টহল দল রাত ২টায় অভিযান চালিয়ে ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া গ্রাম থেকে ৩ কেজি গাঁজাসহ মোঃ জাফর হোসেনকে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।