ঢাকা, শুক্রবার ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
জগন্নাথপুরে উপ-নির্বাচন আগামীকাল
জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে আগামীকাল ১৩ জুলাই মঙ্গলবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সুনামগঞ্জ জেলা পরিষদের ১১নং ওয়ার্ডের সদস্য সৈয়দ সাবির মিয়ার মৃত্যু হওয়ায় এ পদটি শুন্য হয়। এ শুন্য পদে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। জগন্নাথপুর উপজেলার পাটলি, মিরপুর, চিলাউড়া-হলদিপুর, রাণীগঞ্জ, সৈয়দপুর-শাহারপাড়া, আশারকান্দি ও পাইলগাঁও সহ ৭টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত হয়েছে জেলা পরিষদের ১১নং ওয়ার্ড।

নির্বাচনে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তাঁরা হলেন, আলহাজ সৈয়দ দুলাল (তালা), জাহাঙ্গীর হোসেন কোরেশী মুকুল (ঘুড়ি) ও এম সমছু মিয়া সুজল (টিউবওয়েল)। ১২ জুলাই সোমবার জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, আগামীকাল ১৩ জুলাই মঙ্গলবার সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। সৈয়দপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৭ ইউনিয়নের ৯২ জন জনপ্রতিনিধি ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনটি শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

x