বাগেরহাটের রামপালে করোনায় আক্রান্ত সূচিত্রা রাণী কুন্ডু’র পরিবারের কাছ থেকে ফোন পেয়েই অক্সিজেন নিয়ে উপস্থিত বাগেরহাট অক্সিজেন ব্যাংক রামপাল শাখার সদস্যরা। সোমবার দুপুর ১২ টায় বাগেরহাট অক্সিজেন ব্যাংক রামপাল শাখার সদস্য বাগেরহাট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হাসান রাজু, রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদি, রামপাল সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মিকাইল হোসেন তার বাড়ীতে এ অক্সিজেন পৌছে দেয়।
বাগেরহাট অক্সিজেন ব্যাংক রামপাল শাখার সূত্রে যানা গেছে যে, বাগেরহাট জেলা পরিষদের সদস্য অসিত বরন কুন্ডু’র চাচি সম্প্রতি করোনায় আক্রান্ত হন। আজ হঠাৎ (১২ জুলাই ২০২১) তার শ্বাসকষ্ট বেড়ে গেল সুচিত্রা রাণীর পরিবারের পক্ষ থেকে অক্সিজেনের জন্য বাগেরহাট অক্সিজেন ব্যাংকের ০১৮৮৬-৩০৫৩০৯-এ হটলাইন নম্বরে ফোন করে। ফোন পেয়েই বাগেরহাট অক্সিজেন ব্যাংকের রামপাল শাখার সদস্যরা তার বাড়িতে অক্সিজেন পৌছে দেয়।
উল্লেখ্য বাগেরহাট -২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় প্রতিষ্ঠিত বাগেরহাট অক্সিজেন ব্যাংক রামপাল শাখা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৯ জন রোগীকে বাড়ীতে গিয়ে অক্সিজেন সেবা পৌছে দেওয়া হয়েছে।