বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপ্#ি৩৯;র ভাইস চেয়ারম্যান তারেক রহমানেরনির্দেশনায় বাগেরহাটে উদ্বোধন করা হলো করোনা হেল্প সেন্টার। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলায় করোণা আক্রান্ত রোগীদের সার্বক্ষণিক সহায়তা প্রদানের জন্য এই হেল্প সেন্টার চালু করা হয়েছে। করোনা রোগীদের নিকট অক্সিজেন সরবরাহ এবং স্বাস্থ্যবিধি মেনে তাদের সকল প্রকার তথ্য আদান প্রদানের জন্য জেলা বিএনপি অফিসে ভলেন্টিয়ার এর মাধ্যমে চালু থাকবে এই হেল্প সেন্টার। তত্ববাবধানে থাকবে জেলা বিএনপ্#ি৩৯;র আহবায়ক সদস্য সচিব সহ জেলা পর্যায়ের সকল নেতবৃন্দ। সোমবার (১২ ই জুলাই) বিকেলে বাগেরহাট শহরের থানার মোড়ে জেলা বিএনপি দলিয় কার্যালয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপ্#ি৩৯;র আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। বাগেরহাট জেলা যুবদলের সাধারন সম্পাদক মো. সুজন মোল্লার সঞ্চলনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা: হাবিবুর রহমান, জেলা তাতীঁদলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান, যুবদলের সহ- সভাপতি মাসুদুজ্জামান মাসুদ। জেলা যুবদলের সহ-সম্পাদক এসকে বদরুল আলম, জহিরুল ইসলাম রনি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেল মৎস্যজীবীদলের হারুন শেখ, জেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান সোহাগ, ছাত্রনেতা আরিফুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম সবুজ, মো. জিহাদুল ইসলাম, রবিউল ইসলাম শান্তসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
উপস্তিত ছিলেন। হেল্প সেন্টার এর নাম্বার ০১৭৯০৫২৫৫৫৩
… [Trackback]
[…] Information to that Topic: doinikdak.com/news/35423 […]
… [Trackback]
[…] Read More on to that Topic: doinikdak.com/news/35423 […]
… [Trackback]
[…] Read More to that Topic: doinikdak.com/news/35423 […]