ভৈরবে কোভিড-১৯ প্রতিরোধে চীনের তৈরি সাইনোফার্মার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সকাল ১০টার দিকে শহরের কমলপুরস্থ ট্রমা সেন্টারের আইসোলেশন সেন্টারে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.খুরশিদ আলম।
এ সময় তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, ৩৫ বছরের বেশী বয়সী তৃণমূল পর্যায়ের লোকজনকে এই টিকা প্রদান করা হবে। এই জন্য গ্রহীতাদের আগের মতো নিবন্ধিত হতে হবে। তবে যারা আগেই নিবন্ধিত ছিলেন, তাদের নতুন করে নিবন্ধনের প্রয়োজন হবে না। এই পর্যায়ে ভৈরবের জন্য ১০ হাজার ডোজ বরাদ্ধ দেওয়া হয়েছে। অর্থাৎ ৫ হাজার লোক দুটি করে ডোজ গ্রহণ করতে পারবেন।
তবে তিনি আশ^স্ত করে বলেন, সকারের প্রচেষ্টা অব্যাহত থাকায় আশা করি এই ডোজ শেষ হওয়ার আগেই আমরা আরও টিকা পেয়ে যাবো। তাই তিনি সকলকে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানান।