দেশে উত্তরাঞ্চলীয় জেলা গুলোর পাশাপাশি দক্ষিণের বিভাগ বরিশালেও বেড়েছে করোনা। এই বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, ভাঙছে একের পর এক পেছনের রেকর্ড। দ্বিতীয় ঢেউ শুরুর পর বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২২ জনের মৃত্যু হয়েছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। এ ছাড়া নতুন করে ৫৭৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর আগের দিন ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল এ সর্বোচ্চ ৭১০ জন।
সোমবার (১২ জুলাই) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টার বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।
এদিকে সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২ হাজার ৬৮৪ জন। একই সময়ে বরিশাল শে-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে এ যাবৎকালের সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গেল ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে বরগুনায় ২ জন ও ঝালকাঠিতে ১ জনসহ মোট ৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে, যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৫২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ২২ হাজার ৬৮৪ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৩৮ জন। আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ২১৬ জন নিয়ে মোট ৯ হাজার ৬১২ জন, পটুয়াখালী জেলায় নতুন ৪৯ জন নিয়ে মোট ২৮৯২ জন, ভোলা জেলায় নতুন ৩৭ জনসহ মোট ২২৯৩ জন, পিরোজপুর জেলায় নতুন ৯৪ জন নিয়ে মোট ৩১৯৭ জন, বরগুনা জেলায় নতুন ৬৬ জন নিয়ে মোট আক্রান্ত ১৯০৩ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১১৩ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৭৮৭ জন।
শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২৩১ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৬১৩ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৬১৩ জনের মধ্যে ২৩ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩৫ জন ও করোনা ওয়ার্ডে ১২ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩০৭ জন রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে ৭৭ জনের করোনা পজিটিভ এবং ২৩০ জন আইসোলেশনে রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জন করোনা পরীক্ষা করান। যার মধ্যে ৬৪.৩৬ শতাংশ পজিটিভ শনাক্তের হার।
এদিকে দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২৩০ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৪১৯ জনে।এটিই দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।এর আগে গত শুক্রবার (৯ জুলাই) ২১২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
Узнайте максимум о «Автомикс-Смоленск» — официальном дилере Honda, фирменный сервис, сервис по кузовному ремонту и фирменные комплектующие! Зайдите на https://avtomiks-smolensk.ru/ и изучите новинки Honda. Хотите комфорт и стабильность — компания предлагает оценку авто, лицензированный сервис, оригинальные аксессуары, а также плановый ремонт, сервис без ограничений и гибкие предложения. Мечтаете о мощной машине — здесь найдёте комфортный внедорожник и персональный подход.
Узнайте основные факты о дилерском центре JAECOO в Бутово — официальный дилер в Москве: новинки автопрома, выгодные условия, ремонт и оригинальные комплектующие! Перейдите на https://jaecoo-avtorussbutovo.ru и посмотрите с новыми авто. Хотите поездку перед покупкой или финансирование? — компания предлагает рассрочку 0%, оценку авто с выгодой и официальный сервис. Нужен надёжный кроссовер — здесь найдёте современные модели и профессиональную поддержку.
Узнайте все подробности об сервисе Talisman-Avto / Rusal Avto в Крыму — высокий уровень обслуживания, компьютерная проверка и прямые поставки запчастей. Зайдите на https://talisman-avto.ru/ и посмотрите перечень услуг. Ищете срочный ремонт? — автосервис предлагает короткий срок ремонта, установку ГБО и гибкие цены. Подбираете СТО — здесь найдёте лучшие условия и ответственный подход, с гарантией результата.
Узнайте максимум об сайте Авто-Фокус — большой каталог автозапчастей, аксессуаров и комплектующих для всех моделей! Посетите https://avto-fokus.ru и узнайте каталог запчастей. Нужна безопасность автомобиля или апгрейд звука? — площадка предлагает противоугонные системы, музыку в авто и внешний тюнинг. Ищете надёжные запчасти — здесь найдёте надёжных производителей и удобную отправку.
cocaine prague buy coke in prague
каталог https://kra40at.at
такой kraken зайти
зайти на сайт kraken зеркало
biggest usa gambling sites, united statesn roulette odds and casino on net 888 usa,
or top gambling sites usa
My web blog: Why Are Casinos Illegal In Nyc