ওবায়েদুর রহমান সজীব :দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক জায়ান্ট কোম্পানি এলজি নতুন করে কোন স্মার্টফোন বাজারে আনবে না। স্মার্টফোনের বাজার তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়ে ওঠায় ও বিগত ছয় বছরে তাদের প্রায় ৪৫০ কোটি ডলার লোকসানের মুখে প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে।
বিশেষজ্ঞদের ধারণা নতুন কোন আকর্ষণীয় স্মার্টফোন আনতে না পারায় স্মার্টফোন বাজারে তেমন সাড়া জাগাতে পারেনি এলজি, নিজেদের হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুর্বলতার কারণে প্রতিযোগিতামূলক বাজারে তাদের শেষ পর্যন্ত পিছিয়ে পড়তে হচ্ছে।
বিশ্বজুড়ে এলজি ইলেকট্রনিক প্রোডাক্ট জনপ্রিয়তা লাভ করেছে তাদের গুণগতমান ও সার্ভিস দিয়ে। যার কারণে এলজির স্মার্টফোন তৈরি বন্ধ হওয়ায় এলজি ইলেকট্রনিক প্রোডাক্ট প্রতিযোগিতামূলক বাজারে কিছুটা হোঁচট খাবে। এলজি স্মার্টফোন ব্যবহারকারীরা এই বিষয় নিয়ে খুবই মর্মাহত!