যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিন নারীকে হত্যার পর আত্মহত্যা করেছে এক যুবক।
মঙ্গলবার ব্রুকলিনে মর্মান্তিক এই ঘটনা ঘটে।আত্মহত্যাকারী যুবকের ৯ বছর বয়সী সন্তান ৯১১ থেকে পুলিশকে ফোন করে এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করেছে।
নিউ ইয়র্ক পুলিশ জানায়, ব্রুকলিনের স্যাটার এভিনিউর ভ্যানডাইক হাউসের একটি বাড়ির ৪র্থ তলা থেকে ৪৫ বছর বয়সী এক নারী ও তার ২০ ও ১৭ বছর বয়সী দুই মেয়ের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বাড়িটিতে পৌঁছানোর পর তারা আরও একটি কল পান। পরে পাশের একটি বাড়ির ওয়াক ওয়েতে আরও এক যুবকের লাশ পাওয়া যায়। তার নাম জোসেফ মেক্রিমন বলে জানা যায়। ৪৬ বছর বয়সী জোসেফ নিহত নারীর বয়ফ্রেন্ড বলে জানা গেছে। ৯ বছর বয়সী শিশুটি তাদের সন্তান বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
পুলিশ ধারণা করছে, তিন জনকে হত্যার পর জোসেফ নিজেই আত্মহত্যা করেছে। বাড়িটিতে ৯ বছর বয়সী শিশুটির জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন এই হত্যাকাণ্ড ঘটে।
নিউইয়র্ক পুলিশ জানায়, ৯ বছর বয়সী শিশুটি বাসার ক্লোজেটে বসে পুলিশকে কল দিয়েছিল। তবে শিশুটি ঘটনা প্রত্যক্ষ করেছে কিনা তা নিশ্চিত করেনি পুলিশ।