ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৬:০২ অপরাহ্ন
সিলেটে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, ৬ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সিলেটে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, ৬ জনের মৃত্যু . শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এতথ্য জানানো হয়।

শুক্রবার সকাল পর্যন্ত সিলেটে প্রথমবারের মত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত চারশ ছাড়িয়েছে। আগের দিন বৃহস্পতিবার ৩৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেদিন পর্যন্ত তা ২৪ ঘন্টায় সিলেটে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল।

এরআগে গত ২ জুলাই একদিনে ৩০২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

একদিনের ব্যবধানে করোনা শনাক্তের হার বেড়েছে ২ দশমিক ৯৮ শতাংশ। বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ৪০ দশমিক ১৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় বেড়ে হয়েছে ৪৩ দশমিক ১২ শতাংশ। এই সময়ে সিলেট জেলা ও মৌলভীবাজার জেলায় শনাক্তের হার প্রায় ৫০ শতাংশের কাছাকাছি।

গত ২৪ ঘন্টায় সিলেট জেলায় সংক্রমণের হার ৪৮ দশমিক ২৩ শতাংশ এবং মৌলভীবাজারে শনাক্তের হার ৪৮ দশমিক ৯১ শতাংশ। এছাড়া গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জ জেলায় শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ ও হবিগঞ্জ জেলায় ৩৫ দশমিক ৩৮ শতাংশ করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় বিভাগে করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে; যার মধ্যে ৫ জন সিলেট জেলার বাসিন্দা। এই সময়ে করোনায় মৌলভীবাজারে আরেকজন মারা গেছেন। এখন পর্যন্ত সিলেটে করোনায় ৫১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিলেটে জেলায় সর্বোচ্চ ৪১৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘন্টায় সিলেটে শনাক্ত ৪৪২ জনের মধ্যে ২২৭ জন সিলেট জেলার বাসিন্দা। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৪৬ জন রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৫৬ জন, হবিগঞ্জে ৪৬ জন ও মৌলভীবাজারে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন শনাক্তদের নিয়ে বিভাগে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা ২৮ হাজার ৫৪৭ জন। এদের মধ্যে ২৪ হাজার ৬১৪ জন সুস্থ হয়েছেন। বর্তমানে সক্রিয় রোগীদের মধ্যে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৫১ জন ভর্তি আছেন। এদের মধ্যে নগরীর হাসপাতালে ভর্তি আছেন ৪৮৬ জন।

5 responses to “সিলেটে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, ৬ জনের মৃত্যু”

  1. … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/34325 […]

  2. … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/34325 […]

  3. Hi there colleagues, its fantastic post about educationand
    completely defined, keep it up all the time.

  4. These are in fact enormous ideas in on the topic of
    blogging. You have touched some good points here.
    Any way keep up wrinting.

  5. You actually make it appear really easy along with your presentation but I to
    find this matter to be really one thing which I think I would by
    no means understand. It kind of feels too complicated and extremely broad for me.
    I’m having a look forward in your subsequent post,
    I will try to get the grasp of it!

Leave a Reply

Your email address will not be published.

x