ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন
মেসিদের বিপক্ষে খেলতে পারছে না জেসুস, তীব্র ক্ষোভ নেইমারের
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

দৈনিক ডাকঃ ব্রাজিলের ফুটবল তীর্থ মারাকানায় কোপা আমেরিকার শিরোপা জয়ের লড়াইয়ে নামবে ১১ জুলাই চিরপ্রতিদ্বন্দ্বী দুই লাতিন পরাশক্তি।

তার আগেই দুঃসংবাদ পেল ব্রাজিল দল। ফাইনাল ম্যাচে দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে পাচ্ছে না তারা।

চিলির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে লালকার্ড দেখায় সেমিতে খেলা হয়নি জেসুসের। যে ঘটনায় ‘কুংফুম্যান’ আখ্যায় কটাক্ষের স্বীকার হন জেসুস।

এর পরও আশা ছিল, ফাইনালে ফিরবেন তিনি। কিন্তু চিলির ইউজেনিও মেনাকে বিপজ্জনক ফাউলের সে ঘটনায় তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে কনমেবল। সঙ্গে পাঁচ হাজার ডলার জরিমানা।বিষয়টি নিয়ে আপিল করারও সুযোগ রাখেনি কনমেবল।

আর্জেন্টিনা ফাইনালে ওঠার পরই এ সিদ্ধান্ত জানায় দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেন।

আর কনমেবলের এমন সিদ্ধান্তে যারপরনাই হতাশ হয়েছেন নেইমার। সতীর্থের ফাইনালে না নামতে পারার সিদ্ধান্তের বিরুদ্ধে কনমেবলকে বিদ্রূপের ভঙিমায় তীব্র তিরস্কার জানান ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী।

নেইমার বলেছেন, ‘ জেসুসের বিষয়ে এই ধরনের সিদ্ধান্ত যেসব লোকেরা নেয়, তাদের অধীনে থেকে খেলা চালিয়ে যাওয়া খুবই হতাশা এবং লজ্জাজনক। ওরা খেলার দারুণ একটা বিশ্লেষণ করেছে এবং তার জন্য ওদের সাধুবাদ প্রাপ্য। দুই ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি কোনোরকম আপিল করারও সুযোগ নেই। অভিনন্দন কনমেবল। আমার মনে হয়না আপনারা আসলে কী ঘটেছিল সেটা ভালভাবে লক্ষ্য করেছেন।’

আইন প্রনেতাদের নিয়ে এমন তীব্র কটাক্ষ নেইমারের ওপর কতটা ভারী পড়তে পারে তা এখন দেখার বিষয়।

বিষয়টি নিয়ে ফাইনালের আগে আয়োজকদের সঙ্গে এক মহাবিতর্কে জড়ালেন নেইমার ও তার দল।

অবশ্য এবার কোপা আমেরিকায় মাঠে দুর্দান্ত খেললেও শুরু থেকেই বিতর্কের শিরোনামে রয়েছে ব্রাজিল ফুটবল দল।

মাঠের বাইরে নানা মন্তব্য করেছেন সেলেকাও কোচ তিতে ও দলের পোস্টার বয় নেইমার।

প্রথমে তো টুর্নামেন্ট আয়োজনের বিপক্ষেই অবস্থান নিয়েছিলেন নেইমার-কাসেমিরোরা। পরে টুর্নামেন্ট শুরু হলে মাঠের খারাপ অবস্থার বিরুদ্ধে মন্তব্য করেন কোচ তিতে। জরিমানাও গুনতে হয় তাকে। এরপর মাঠ নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করেন দলের সেরা তারকা নেইমার।

মাঠ নিয়ে আয়োজকদের খোঁচা দেন নিজের ইনস্টাগ্রামে। যদিও বিপদ টের পেয়ে সেই পোস্ট মুছে দেন।

প্রসঙ্গত, ম্যানসিটির স্ট্রাইকার জেসুসের কপালই খারাপ। গতবার ফাইনালে দেখেছিলেন লালকার্ড। এবার লালকার্ড তাকে দর্শক বানিয়ে দিল ফাইনালে।

তথ্যসূত্র: গোল ডট কম

11 responses to “মেসিদের বিপক্ষে খেলতে পারছে না জেসুস, তীব্র ক্ষোভ নেইমারের”

  1. Hi are using WordPress for your blog platform? I’m new to the
    blog world but I’m trying to get started and set up my own.
    Do you require any html coding expertise to make your own blog?
    Any help would be really appreciated!

  2. Have you ever thought about writing an e-book or guest authoring on other websites?
    I have a blog based on the same topics you discuss and would really like to
    have you share some stories/information. I know my viewers would appreciate your
    work. If you are even remotely interested, feel free to send me an email.

  3. prisverdi says:

    Great post! We are linking to this great post on our website.
    Keep up the good writing.

  4. This site was… how do you say it? Relevant!! Finally I have found something that
    helped me. Cheers!

  5. You need to be a part of a contest for one of the most useful blogs on the web.
    I’m going to recommend this website!

  6. Hello there! I know this is kinda off topic however I’d figured I’d ask.

    Would you be interested in trading links or maybe guest
    authoring a blog post or vice-versa? My website discusses a lot of the same topics as yours and I believe
    we could greatly benefit from each other.
    If you might be interested feel free to send me an email.
    I look forward to hearing from you! Terrific blog by the way!

  7. With havin so much written content do you ever run into any issues of plagorism
    or copyright violation? My site has a lot of exclusive content I’ve either written myself or outsourced but it appears a lot of it is popping it up all over the web without my
    permission. Do you know any techniques to help stop content
    from being ripped off? I’d really appreciate it.

  8. Great blog! Do you have any tips and hints for aspiring writers?
    I’m planning to start my own site soon but I’m a little lost
    on everything. Would you recommend starting with a
    free platform like WordPress or go for a paid option? There are so many choices out there that I’m
    totally confused .. Any ideas? Many thanks!

  9. Hi it’s me, I am also visiting this web site regularly, this site is in fact pleasant
    and the viewers are in fact sharing fastidious thoughts.

  10. Greetings! Very helpful advice in this particular article!
    It’s the little changes that make the greatest changes.

    Thanks for sharing!

  11. I am extremely impressed with your writing skills as well as with
    the layout on your weblog. Is this a paid theme or did you modify it yourself?

    Anyway keep up the excellent quality writing, it’s rare to see
    a great blog like this one today.

Leave a Reply

Your email address will not be published.

x