ঢাকা, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন
ভোলার দক্ষিণ আইচায় বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু, আহত ৪
আর জে শান্ত, ভোলা

ভোলা জেলার  চরফ্যাশন উপজেলায় মরা সুপারি গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে সালেয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৪ জন।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার উত্তর চরমানিকা ২ নং ওয়ার্ডে মীরা বাড়ীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, কাঞ্চন বদ্দির নিজ ঘরের পাশে মরা সুপারি গাছ কাটার সময় বিদ্যুৎ স্পর্শ হয়ে তার শাশুড়ী সালেয়া বেগমের মৃত্যু হয়। এ সময় সালেয়া বেগমকে উদ্ধার করতে আসলে একই বাড়ির ৪ জন আহত হয়। আহত ৪ জনকে স্থানীয় চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কাঞ্চন বদ্দির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চরফ্যাসন উপজেলা হাসপাতালে প্রেরন করা হয়। সালেয়া বেগম উত্তর চরমানিকা ২ ওয়ার্ডের মৃত ফজর আলীর স্ত্রী। সালেয়া বেগমের স্বজনরা জানান, উত্তর চরমানিকা মীরা বাড়ির কাঞ্চন বদ্দি তার পাকের ঘরের পাশে মরা সুপারি গাছ কাটার সময় বিদ্যুৎ তারের ওপর সুপারি গাছ পরে বিদ্যুৎয়িত হয়ে সালেয়া বেগম মারা যান। এ সময় তাকে উদ্ধার করতে আশা একই বাড়ির কাঞ্চন বদ্দি, ইব্রাহিম খাঁন, সিদ্দিক খাঁন এবং জোছনা বেগম আহত হয়। পরে বাড়ির লোকেরা বিদ্যুৎ অফিসে ফোন করলে বিদ্যুৎ বন্ধ করলে স্থানীয়রা সালেয়া বেগমের মরদেহ উদ্ধার করে।

দক্ষিণ আইচা থানার (ওসি) হারুন অর রশিদ বিষয়টি সততা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

2 responses to “ভোলার দক্ষিণ আইচায় বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু, আহত ৪”

  1. … [Trackback]

    […] Information to that Topic: doinikdak.com/news/34122 […]

  2. … [Trackback]

    […] Info to that Topic: doinikdak.com/news/34122 […]

Leave a Reply

Your email address will not be published.

x