ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
পাইকগাছায় গাঁজা সহ আটক যুবকের কারাদন্ড
পাইকগাছা (খুলনা)
পাইকগাছায় গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন মুকুল ও ইউনিয়ন লিডার ফয়সাল হোসেন গাঁজা সহ গজালিয়া বাজার এলাকা থেকে সোহান হোসেন (২৪) নামে এক যুবককে আটক করে। আটক যুবক চাঁদখালীর কালুয়া গ্রামের কাশেম সরদারের ছেলে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক আটক সোহানকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। উল্লেখ্য, এরআগেও মাদক মামলায় আটক সোহান ১৯ দিন কারাভোগ করে।
x