ঢাকা, শনিবার ২১ জুন ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
গাইবান্ধায় বিধি-নিষেধ না মানায় ১৩ জনকে জরিমানা
সুমন কুমার বর্মন, গাইবান্ধা

চলমান কঠোর বিধি নিষেধ অমান্য করায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১৩জনকে ১৭ হাজার ৭’শত টাকা জমিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজির হোসেন ¯^পন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন ব্যক্তি ও হাট বাজার থেকে এ জরিমানা আদায় করেন।

সকাল থেকেই সড়কে তৎপর রয়েছেন আইন শৃক্সখলাবাহিনী। গত ৭ দিনের তুলনায় আজ রাস্তায় বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। লক ডাউনের ৮ম দিনে জনসাধারণকে সরকারি বিধি নিষেধ মানাতে উপজেলা প্রশাসন সেনাবাহিনী, র‌্যাব ও থানা পুলিশ ছিল কঠোর অবস্থানে। কাঁচা বাজারে লোক সমাগম ছিল চোখে পড়ার মত। শপিংমল, মার্কেটসহ অন্যান্য দোকানপাট বিগত দিনের মতই কৌশলে খোলা রেখেছিলেন ব্যবসায়ীরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেন জানান- সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলার সর্বত্র সেনাবাহিনী, র‌্যাব এবং থানা পুলিশকে সাথে নিয়ে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বিধি-নিষেধ অমান্য করায় আজও ১৩ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

 

x