ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৯:২২ অপরাহ্ন
গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তে নতুন রেকর্ড ১১ হাজার ৬৫১ জন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আগের সব রেকর্ড ভেঙে দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। ৩৬ হাজার ৮৫০ নমুনা পরীক্ষায় মোট ১১ হাজার ৬৫১ জনের দেহে মিলেছে প্রাণঘাতী ভাইরাসটি। নমুনা পরীক্ষার তুলনায় যা ৩১ দশমিক ৬২ শতাংশ। এর আগে দেশে সর্বোচ্চ ১১ হাজার ৫২৫ জনের করোনা শনাক্তের তথ্য জানানো হয়েছিল গত ৬ জুলাই। নতুন শনাক্ত মিলিয়ে দেশে এখন করোনা রোগীর সংখ্যা দাঁড়াল নয় লাখ ৮৯ হাজার ২১৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস সারাদেশে আরও ১৯৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ৭৯২ জনে। দেশে সর্বোচ্চ সংখ্যক ২০১ জনের মৃত্যুর তথ্য জানানো হয় গত বুধবার (৭ জুলাই)।

বৃহস্পতিবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

3 responses to “গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তে নতুন রেকর্ড ১১ হাজার ৬৫১ জন”

  1. … [Trackback]

    […] Information to that Topic: doinikdak.com/news/33992 […]

  2. … [Trackback]

    […] Find More here on that Topic: doinikdak.com/news/33992 […]

Leave a Reply

Your email address will not be published.

x