জালালাবাদে শিক্ষক শফিক আহমেদের উপর হামলা : তীব্র নিন্দাসহ সুষ্ট বিচার দাবী
স্টাফ রিপোটার,ঈদগাঁও: কক্সবাজার সদরে জালালাবাদ শিক্ষক শফিক আহমদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দাসহ সুষ্ট বিচার দাবী করেছেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদুল জন্নাত সহ স্কুল পরিবার।
তিনি ঈদগাহ হাই স্কুলে শিক্ষকতা করেন দীর্ঘ কাল। তাঁর উপর বর্বরোচিত আঘাত, রক্তপাত সত্যি মেনে নেয়া যায়না। একজন প্রবীণ শিক্ষক যিনি তাঁর জীবনের সোনালী সময়গুলো আলো জ্বালানোর পিছনে ব্যয় করেছেন।
ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শফিক আহমেদের উপর এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে অপরাধীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হউক।