ঢাকা, রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন
ফুলবাড়ীতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও পোশাক বিতরণ
ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনার বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিরূপ প্রভাব পড়েছে মানুষের জীবন-জীবিকায়। লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়েছেন অনেক শ্রমজীবি মানুষ। করোনার করাল গ্রাসে কর্মহীন হওয়ায় সংকটে জীবনযাপনের পাশাপাশি করোনা সুরক্ষা সামগ্রীর অভাবে আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন এসব কর্মহীন মানুষ। এমন পরিস্থিতিতেই আসছে কোরবানির ঈদ। আর আসন্ন ঈদকে ঘিরে আনন্দের ছিটেফোঁটাও নেই এসব কর্মহীন পরিবারের মাঝে। এই যখন অবস্থা ঠিক তখনই কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কিসামত প্রাণকৃঞ্চ গ্রামের একদল যুবক ওই এলাকার অস্বচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

৬ জুলাই মঙ্গলবার বিকালে যুবকদের উদ্যোগে মাস্ক, প্যারাসিটামল জাতীয় ঔষধ ও অসচ্ছল পরিবারগুলির শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে তাদের হাতে নতুন পোশাক তুলেদেন।

মানবতার সেবায় নিয়োজিত যুবকের একজন নূর ইসলাম বলেন, করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত লকডাউনের ফলে এ এলাকার শ্রমজীবি মানুষের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। তাছাড়া স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও সচেতনতার অভাবে এখানকার অনেকেই সংক্রমনের ঝুঁকিতে রয়েছে। আমরা পরিস্থিতি বিবেচনায় অত্র অঞ্চলের কিছু যুবকের নিজ উদ্যোগে এ এলাকার কর্মহীন পরিবারটির মাঝে মাস্ক, প্যারাসিটামল জাতীয় ঔষধ বিতরণ করেছি। পাশাপাশি করোনায় সংক্রমনের ঝুঁকি এড়াতে যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারণা চালাচ্ছি। তাছাড়াও কর্মহীন ও অসচ্ছল ৭৫ টি পরিবারের ছোট শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে পোশাক বিতরণ করেছি। চলমান পরিস্থিতিতে আসন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সামর্থ্যবান সকলকে নিজ নিজ এলাকার গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।

One response to “ফুলবাড়ীতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও পোশাক বিতরণ”

  1. … [Trackback]

    […] Find More Info here on that Topic: doinikdak.com/news/33541 […]

Leave a Reply

Your email address will not be published.

x