ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
কামারখন্দে মাংসের দাম বেশি নেওয়ায় দু’জনকে জরিমানা
ইয়াছিন কবির, কামারখন্দ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল বাজারে মাংসের দাম বাজার মূল্যের চেয়ে বেশি নেওয়ার অপরাধে দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারা দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কামারখন্দ থানায় নিয়ে যাওয়ার পরে ৩০ হাজার টাকা জরিমানা দিলে তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা।

মাংস ব্যবসায়ীরা হলেন, উপজেলার জামতৈল ইউনিয়নের কর্ণসূতি গ্রামের মৃত তমিরুদ্দীন মন্ডলের ছেলে সুরুজ জামান (৩৮) ও সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া এলাকার মৃত আকাল শেখের ছেলে আব্দুল মজিদ।

মঙ্গলবার (০৬ জুলাই ) সকাল সাড়ে দশটায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা তাদের প্রথমে ভোক্তা অধিকার আইনে অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারা দন্ড দেন পরে ৩০ হাজার টাকা জরিমানা দিলে ছেড়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা মুঠোফোনে জানান, বর্তমান বাজার মূল্য ৫৫০ টাকার মাংস ৬০০ টাকা বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইনে তাদেরকে প্রথমে অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছিলো, পরে ৩০ হাজার টাকা জরিমানার টাকা পরিশোধ করায় ছেড়ে দেওয়া হয়

x