ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন
মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
জাহিদ মাহমুদঃ মেহেরপুর

মেহেরপুরের গাংনীতে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে গোলাম রসুল (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গাংনী উপজেলার সহড়াবাড়িয়া গ্রামের মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত গোলাম রসুল ওই গ্রামের মৃত বরকত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক গোলাম রসুল প্রতিদিনের ন্যায় ১৫/২০টি গরু নিয়ে গ্রামের মাঠে গিয়েছিলেন। গরু চরানোর এক পর্যায়ে ভারী বর্ষণ শুরু হয়। এ সময় ফাঁকা মাঠে অন্যান্য কৃষকের সাথে তিনিও গরু নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করছিলেন। মাঠের মধ্যে থেকে নিরাপদ আশ্রয়ে আসার আগেই বজ্রপাতের ঘটনা ঘটলে সেখানেই গোলাম রসুলের মৃত্যু হয়।

এ সময় আরো আহত হন গরু চরাতে যাওয়া একই গ্রামের আজিজুল ইসলাম (৫০)। তিনি স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে এলাকাবাসী।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, বিষয়টি আমরা শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

One response to “মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু”

  1. … [Trackback]

    […] Read More Info here to that Topic: doinikdak.com/news/33219 […]

Leave a Reply

Your email address will not be published.

x