সিলেটের জৈন্তাপুর থানাধীন সারিঘাট এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী আলীম উদ্দিনকে (২৭) গ্রেফতার করেছে র্যাব।
এসময় র্যাব তার কাছ থেকে ৪২০ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত আলীম জৈন্তাপুর থানাধীন নয়াগাত্তি গ্রামের পাখি মিয়ার ছেলে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। সোমবার (৪ জুলাই) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন ,গোপন তথ্যে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ৪২০ পিস ইয়াবাসহ আলীম উদ্দিনকে গ্রেফতার করেছে।