ঢাকা, বুধবার ১৮ জুন ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
জয়পুরহাটে করোনায় আরো ৩ জন সহ মৃত্যের সংখ্যা দাড়াল ৩২
নাহিদ আখতার (জয়পুরহাট)

জয়পুরহাটে করোনায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৩২ জনে।

মঙ্গলবার (০৬ জুলাই) সকাল ১১টায় জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ওয়াজেদ আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

করোনাভাইরাসে নতুন করে প্রাণ হারানো তিন ব্যক্তিরা হলেন, জয়পুরহাট পৌরসভার গাড়িয়াকান্ত— এলাকার আব্দুর রশিদ (৫৬), ক্ষেতলাল উপজেলার তারাকপুর এলাকার চম্পা (৪৫) ও কালাই উপজেলার তালুকদার পাড়া এলাকার মোরশেদা (৪০)।

এদিকে গত ২৪ ঘন্টায় ৫৩৩ জনের নমুনা পরী¶ায় নতুন করে আরো ৭৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে যা পজেটিভ শনাক্তের ১৪ দশমিক ০৭ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা সংক্রমণের মোট সংখ্যা

দাঁড়িয়েছে ৩ হাজার ৬৬৬ জনে।

এদিকে জেলায় করোনা সংক্রামন ও মৃত্যের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাওয়ায় জেলায় জেলা প্রশাসন পুলিশ ও সেনাবাহিনীকে চলমান লকডাউন কার্যকর করতে বেশ তৎপর দেখা যায়। শহরের রাস্তায় রিকসা ভ্যান ছাড়া তেমন কোন যানবাহন দেখা যায়নি ।

জনগনের সচেসতনতার অভাববের কারনেই জেলায় করোনা সংক্রামন বৃদ্ধি ও অবহেলার কারনে মৃত্যের সংখ্যা বাড়ছে বলে মনে করে জেলা স্বাস্থ্য বিভাগ।

 

x