হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার ৬ জুলাই বেলা সাড়ে এগারোটায় হবিগঞ্জ-বানিয়াচং রোডে কালারডুবা হইতে বানিয়াচং থানা পর্যন্ত প্রায় ৩’শতাধিক ঔষধ, ফলজী ও কাঠ জাতীয় বৃক্ষরোপন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের বিদায়ী সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ উল্লা (বিপিএম,পিপিএম)। এছাড়াও আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(বানিয়াচং সার্কেল)পলাশ রঞ্জন দে,অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন,ওসি তদন্ত প্রজিত কুমার, ১০ নং ইউপি চেয়ারম্যান
জয়দেব কুমার দাস সহ সাংবাদিকবৃন্দ।
এসময় কৃষ্ণচুরা, সোনালু, কাঞ্চন, একাশি, শিল কড়ই, পুলিশ ফাড়িতে সুপারী গাছসহ নানান জাতের ঔষধি, ফলজ ও কাঠের ৩’শতাধিক গাছ লাগানো হয়।