ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১:২১ অপরাহ্ন
ভৈরবে ৭শ ৬৪ পরিবার পেল প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা
৬ জুলাই, জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে কর্মহীন অসহায় ৭ শ ৬৪ পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর খাদ্য সহায়তার ত্রাণ বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্বাবধানে শিবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মহীন ও দরিদ্র ৭ শ পরিবার ও  ভৈরব রেলওয়ে জংশন ষ্টেশনের ৬৪ জন হকারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা।

প্রত্যেক পরিবারের মাঝে উপহার হিসেবে জনপ্রতি ৫ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ,১ কেজি চিনি ও ১ টি করে সাবান প্রদান করা হয় । পর্যায়ক্রমে সরকারের পক্ষ থেকে ভিজিডি ও ভিজিএফ এর চাল সহায়তা ও প্রদান করা হবে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, প্রধান মন্ত্রীর ব্যক্তিগত ত্রাণ তহবিল থেকে ভৈরবে ৭টি ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নে কর্মহীন ও হতদরিদ্র  মোট ৪ হাজার ৯শ পরিবারের মাঝে পর্যায়ক্রমে ২৪ লাখ ৫০ হাজার টাকার  খাদ্য সহায়তা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

x