ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কটিয়াদীতে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা, ঘটনাস্থলে পুলিশ সুপার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের কটিয়াদীকে তৃতীয় শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার টুনি (০৯)কে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনাস্থল গতকাল বিকালে পরিদর্শন করেন  মাশরুকুর রহমান। নিহত সাদিয়াকে তাদের বাড়ি পাশে পাট ক্ষেতে ধর্ষণের পর হত্যার স্থান পরিদর্শণ করে পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)জানান,ধর্ষন ও হত্যা কান্ডের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতারে জন্য আমাদের পুলিশ অভিযান অব্যাহত রাখছে,রজব আলী নামে একজনকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের নাম বের হয়ে আসবে। খুব দ্রুতই হত্যাকান্ডের সাথে যারা জরিত তাদেরকে আইনের আওতায় আনা হবে।

এ সময় সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ)নূওে আলম,অতিরিক্ত পুলিশ সুপার(হোসেনপুর সার্কেল)মোঃ সোনাহর আলী,কটিয়াদী মডেল থানার ওসি এস এম শাহাদাত হোসেন,ওসি তদন্ত মোঃ শফিকুল ইসলাম।

উল্লেখ্য গত শুক্রবার সকাল ৭ টার দিকে সাদিয়া তার বাবার সাথে বাড়ির পাশে নদীতে মাছ ধরতে যায়। নদীর কাছে যাওয়ার পর বৃষ্টি শুরু হলে সে বাবাকে রেখে একা বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়।অনেক খোঁজাখুঁজির পর নদীর পাড়ে পাড়ে হাত পা বাঁধা ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *