ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
কটিয়াদীতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তুলে দিলেন ইউএনও
মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদীতে অসহায়-দুস্থ ও নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার খাদ্য সহায়তা সামগ্রী তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল।

চলমান কঠোর লকডাউনের কারনে কটিয়াদীতে অসহায়-দুস্থ ও প্রতিবন্ধী কিছু পরিবারের খাবার সংকটের খবর আসে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসারের নিকট।তারই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল সোমবার বিকালে কটিয়াদী সরকারি কলেজ প্রাঙ্গণে ১০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ খাদ্য সহায়তা সামগ্রী তোলেদেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল বলেন,এই খাদ্য সামগ্রী প্রধানমন্ত্রীর বিশেষ উপহার আপনাদের জন্য। করোনার ভাইরাস মোকাবেলায় আমাদের সকলকে সচেতন হতে হবে। বিশেষ করে সকলকে স্বাস্থ্য সচেতন হতে হবে সবার আগে।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন রিমান ও রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম।

 

x