বৃষ্টি তোমায় ছুঁয়ে দিলাম, হাত ভিজাইলাম আবেগে,
কালো মেঘের ছায়া হইলাম,নিশি রাইতে আছি জেগে।
হৃদয় ভাঙ্গা স্মৃতি হইলাম মন মানুষের বুকেতে ;
হিম শীতল বাতাস হইলাম, গহীন বনের ডগাতে।
মরা বৃক্ষের বন হইলাম, ঝরা পাতার উল্টোপিঠ,
শেষ রাইতের চাঁদ হইলাম,পরাণ বন্ধুর জীবন গিট।
নীলবর্ণ আকাশ হইলাম,মেঘের মুখের সাতরঙ,
মন জমিনে ঠাঁই খুঁজিলাম,যাযাবর নিল সঙ।
বৃষ্টিভেজা মাটি হইলাম,সোনাবন্ধুর চরণে ,
হৃদয়জুড়ে আবেগ হইলাম, পরাণ থুইলাম পরাণে ।
দূর্বার ঘাসের শিশির হইলাম,নদীর বুকে জল,
সীমাহীন আকাশ হইলাম, মেঘেদের শতদল।
এক পশলা বৃষ্টি হব,মাটির বুকের ঘ্রাণ ,
সওদাগরের ডিঙ্গি হব,মাইঝ নদীর চান।