দৈনিক ডাকঃ করোনা ভাইরাসের বিস্তার রোধে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা সম্পর্কে ইংল্যান্ডে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিলো তা চলতি মাসের শেষের দিক থেকে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
সোমবার (৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
বরিস জনসন বলেন, আগামী ১৯ জুলাই থেকে মাস্ক পড়া, এক মিটারের সামাজিক দূরত্ব বজায় রাখা আর ঘরে বসে অফিস করার নিয়ম শিথিল করা হবে।
এসময় নিজেদের বিচার-বিবেচনা ব্যবহার করে কোভিড পরিস্থিতির সাথে মানিয়ে চলার আহ্বান জানান তিনি।
টিকা কার্যক্রমের সফলতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, মহামারির শেষ এখনও আসেনি, বরং আসছে সময়ে সংক্রমণ আরও বাড়বে।
বিধিনিষেধ শিথিল করে মানুষকে আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনতে একটি রোডম্যাপ ঘোষণা করেছিলো ব্রিটিশ সরকার। গত মাসেই এ রোডম্যাপের চতুর্থ ধাপে প্রবেশ করার কথা থাকলেও সংক্রমণ বাড়ার কারণে তা পিছিয়ে ১৯ জুলাই করা হয়।
এসব বিধিনিষেধ শিথিল করা হলে করোনায় শনাক্তের হার বেড়ে যেতে পারে আশংকা করছেন অনেকে। তবে, মন্ত্রীদের মধ্যে অনেকের বিশ্বাস, টিকা দেওয়ার ফলে মৃত্যুর সংখ্যায় অনেকটাই লাগাম টানা যাবে।
বর্তমানে রেস্তোরাঁ এবং থিয়েটার ও সিনেমা হলের মতো বদ্ধ জায়গায় ছয় জনের বেশি একসাথে জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি, বাড়িতে বসে অফিস করার নিয়মও চালু রয়েছে। তবে, ১৯ জুলাই থেকে এসব নিয়ম উঠে যাচ্ছে বলে জানিয়েছেন বরিস জনসন।
এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ব্রিটিশ মেডিক্যাল এসোসিয়েশনের চেয়ারম্যান ড. চান্দ নাগপল। তিনি বলেন, ডেল্টা ধরনের সংক্রমণ যখন বেড়ে যাচ্ছে এমন সময়ে বদ্ধ জায়গায় মাস্ক পরা বন্ধ করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়।
তবে, শনাক্ত হলে আইসোলেশনে থাকা, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার নিয়ম বলবৎ থাকবে।