ঢাকা, মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
সংক্রমণ ঠেকাতে বন্ধ করে দেয়া হলো দেশের একমাত্র যোগাযোগ ব্যবস্থাও
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণ ঠেকাতে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সোমবার বিকালে বেবিচকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ জুলাই প্রথম প্রহর থেকে ১৪ জুলাই পর্যন্ত সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে গত ১ জুলাই থেকে অন্য সব গণপরিবহনের মতো বন্ধ রাখা হয়েছিল অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলও। তবে এর একদিন পর বেবিচক জানায়, শুধুমাত্র বিদেশগামীদের ক্ষেত্রে অভ্যন্তরীণ ফ্লাইট চালাতে পারবে দেশি এয়ারলাইনসগুলো।

সোমবার জারি করা সার্কুলারে এ সংক্রান্ত কোনো নির্দেশনা দেয়া হয়নি।

 

x