ঢাকা, শনিবার ১৮ জানুয়ারী ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
জুড়ী উপজেলা লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন
সাইফুল ইসলাম 'মৌলভীবাজার

সরকার ঘোষিত কঠোর লকডাউনের আজ সোমবার ৫ জুলাই  অতিবাহিত হল। সরকারের নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বিজিবি  সেনাবাহিনীর যৌথ মহড়ায় লকডাউনের ৫ দিন গুরুত্বপূর্ণ জনবহুল স্থানগুলো ছিল জনশুন্য।

সোমবার সকাল থেকে আজ বিকেল অবধি জুড়ী উপজেলা নির্বাহী অফিসার  সোনিয়া সুলতানা, জুড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ও  সদস্য  নেতৃত্বে যৌথ একটি টিম জুড়ী এলাকা ও উপজেলার বিভিন্ন এলাকায় টহল অব্যাহত রেখেছে ।

এ সময় অকারনে ঘোরাঘুরি ও আইন অমান্য করার অপরাধে  বেশ কয়েকজনের কাছ থেকে  জরিমানা আদায় করেন। উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  মোবাইল কোর্ট পরিচালনা-কালে জুড়ী উপজেলার বীরমুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্তর, বড়লেখা রোড, বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা,  এবং কামিনীগঞ্জ ও ভাবানিগঞ্জ বাজারে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৫(২) ধারায় ১৬টি মামলায় ৩,০০০/- টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।  এছাড়া জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় এবং বিধিনিষেধ এর আওতাধীন দোকান পাট সমুহ বন্ধ করা হয়। এছাড়া থানা পুলিশের একাধিক টিম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে এবং বিভিন্ন  স্থানে পুলিশ ইউনিয়ন পর্যায়ের সকল হাটবাজারসহ গুরুত্বপুর্ণ এলাকায় টহল অব্যাহত রেখেছ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী  বলেন , সরকারের নির্দেশনা বাস্তবায়ন ও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি এবং আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে পরবর্তী নিদের্শনা না আসা পর্যন্ত ।

x