নিহতরা হলেন, ওই এলাকার আব্দুস সামাদের ছেলে রাব্বী (১০) ও সাব্বির (১৩)।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দুই ভাই বাড়ির পাশে রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল। এ সময় বালু-ভর্তি একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দিলে দুই ভাই সহ ট্রাকটি পাশের একটি পুকুরে পরে যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে স্থানীয় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চালক ও হেলপার পলাতক রয়েছে।