সিলেটের বিমানবন্দর থানাধীন বনকলাপাড়ার এলাকায় টিলাকাটার দায়ে দুজনকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় টিলাকাটার সাথে সংশ্লিষ্ট চার শ্রমিককে ভবিষ্যতের জন্য সতর্ক করে তাদেরকে জরিমানা থেকে অব্যাহতি দেয়া হয়।
রবিবার (৪ জুলাই) সকালে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে। এরআগে ওইদিন দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
এরপর পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবিদবাজার বনকলাপাড়া এলাকার ১২৭/১৬ নং বাসার মৃত অরুন চন্দ্রের ছেলে রাজন চন্দ্র (৩৫) ও সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন ভাটিপাড়া গ্রামের মৃত ভুলনের ছেলে রহিসুল ইসলামকে (৪৫) টিলা কাটার অপরাধে দেড় লাখ টাকা জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের। তিনি জানান, টিলা কাটার অপরাধে দুজনকে দেড়লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। এসময় আরও ৪ শ্রমিককে সর্তক করে ছেড়ে দেয়া হয়।