ছেলের বউকে বাগিয়ে নিয়ে বিয়ে করলেন শশুর।
কয়েক বছর ধরে বাবা পরিবারের খোঁজ খবর রাখছিলেন না। সংসারে টাকাপয়সা দেওয়াও বন্ধ করে দিয়েছিলেন। এ কারণেই বাবার সন্ধানে ছিলেন ছেলে। শেষ পর্যন্ত বাবার নতুন ঠিকানা খুঁজে পান তিনি। তবে বাবার সঙ্গে খুঁজে পান নিজের সাবেক স্ত্রীকেও। যদিও সেই সাবেক স্ত্রী বর্তমানে ছেলেটির বাবার দ্বিতীয় স্ত্রী। সম্পর্কে ছেলেটির সৎমা। শুধু তাই নয়, বাবা আর ‘নতুন মায়ে’র সংসারে দুই বছরের এক ছেলেও রয়েছে। এই ঘটনা জানতে পেরে শোকে স্তব্ধ হয়ে যান ছেলে। পরে সাবেক স্ত্রীকে নিজের কাছে ফেরাতে পুলিশে অভিযোগ করলেও অন্য পক্ষের কাছ থেকে কোনো সাড়া পাননি।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের তথ্য অনুযায়ী, বদায়ূঁ জেলার ২২ বছরের এক যুবকের বাবা অনেকেদিন ধরে নিজের পরিবারকে ছেড়ে সম্ভল জেলায় আলাদা থাকতে শুরু করেছিলেন। পেশায় পরিচ্ছন্নতাকর্মী ৪৮ বছরের ওই ব্যক্তি সংসারে টাকাপয়সা পাঠানোও বন্ধ করে দেন। এর পর বাবার ঠিকানা জানতে তথ্য অধিকার আইনে (আরটিআই) মামলা রুজু করেন যুবক। তাতেই জানতে পারেন তার ‘নতুন মা’য়ের কথা। ২০১৬ সালে এই ‘নতুন মায়ে’র সঙ্গেই বিয়ে হয়েছিল যুবকের। তবে সে সময় দু’জনেই ছিলেন অপ্রাপ্তবয়স্ক। সে বিয়েও টিকেছিল মাত্র ছয় মাস। পরবর্তী মেয়েটি স্বামীকে মদ্যপ বলে দাবি করে বিবাহবিচ্ছেদ করেন। বাবার সঙ্গে সাবেক সেই স্ত্রীর বিয়েতে ক্ষুদ্ধ হয়ে থানায় অভিযোগ করেছেন যুবক। তার অভিযোগের পর দু’পক্ষকে আলোচনায় ডাকে বিসৌলি থানার পুলিশ।
যুবকের সাবেক স্ত্রীর দাবি, দ্বিতীয় পক্ষের সঙ্গে সুখে সংসার করছেন তিনি। সাবেক স্বামীর কাছে ফিরতে চান না।
বিসৌলি থানার এক কর্মকর্তা জানিয়েছেন, যুবকের প্রথম বিয়ের সময় দুজনই অপ্রাপ্তবয়স্ক ছিল। সে বিয়ের কোনও নথিও নেই। তাই এ মামলা রুজু করা সম্ভব হয়নি। তবে ফের আলোচনার জন্য আরও একটা নোটিশ দেওয়া হবে দু’পক্ষকেই।