ঢাকা, বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
ফুলগাজীতে জেলা পরিষদের পক্ষ থেকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান
পেয়ার আহাম্মদ চৌধুরী

ফেনীর ফুলগাজীতে জেলা পরিষদ এর পক্ষ থেকে দরিদ্র জনগোষ্ঠীদের মাঝে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে । রবিবার (৪ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে এসব বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন।

জেলা পরিষদ সুত্রে জানা যায়, রবিবার জেলা পরিষদের পক্ষ থেকে উপজেলার আনন্দপুর, জিএমহাট, আমজাদহাটে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়৷

এসময় উপস্থিত ছিলেন,পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা, ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার,আনন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন মজুমদার, জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন মজুমদার (দেলু), জিএমহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল হক, আমজাদহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর হোসেন (মীরু)সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।

x