ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন
খুঁজি শুদ্ধপ্রাণ
জাহিদ রহমান

দৈনিক ডাকঃ

যন্ত্রণাময়ী পৃথিবী ডেকে বলে-

জীবন পয়দা কর, বানাও মানুষ,
বলি এ যে পাপ-রে!
আমি সাধু ক্লান্ত ভবঘুরে,
পৃথিবীর পথে যাত্রা আমার ক্ষণিকের,
কত মৃত্যু, কত হাহাকার, কত যাতনাময় জীবন!
আমি বাউণ্ডুলে বিরাগ নির্বাসিত ক্ষুদ্র প্রাণ।
চেতনায় জাগি,মত্তেয় উন্মাদ হই,
পাপ করি ভুলে, ভুলে বেঁচে রই।
খেয়ালে চলি, গড়ি জীবনসংসার।
আমি ভবঘুরে উন্মাদ মূর্খ প্রাণ,
তোমাদের মধ্যে যারা বিদ্বান-
তারা কেন করে ক্ষতি বিধাতার বিধানে।
তোমাদের সভ্য সমাজে কেন গড় বেশ্যালয়?
নারীতে তবে কেন নাম দেও বেশ্যা?
অথচ কত অভিজাত সমাজপতি বেশ্যাতেই খুঁজে স্বস্তি!
আমি ক্লান্ত ভবঘুরে খুঁজি একই প্রাণ,
দুটি রক্তমাংসময় দেহে খুঁজি ধর্মের নাম।
যেখানে তোমরা সভ্যরা গড়েছ তীর্থস্থান ;
মহাকালের যাত্রায় মানুষ খুঁজি, খুঁজি শুদ্ধপ্রাণ।

3 responses to “খুঁজি শুদ্ধপ্রাণ”

  1. … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/32192 […]

  2. Acculatty says:

    Antibodies for MTA1, ОІ catenin, cyclin D1, Stat3, phosphorylated Stat3 and ОІ Actin were purchased from Cell Signaling Technology Danvers, MA and Santa Cruz Biotechnology, Inc generic cialis 5mg

Leave a Reply

Your email address will not be published.

x