ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ০৭:০১ অপরাহ্ন
বড়াইগ্রামে করোনা সনাক্তকরণে ফ্রি টেস্ট ক্যাম্পের উদ্বোধন
অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে উপজেলা পরিষদের উদ্যোগে করোনা সনাক্তকরণে ফ্রি টেস্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার বনপাড়া পৌরশহরের কালিকাপুর এস.আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটে এই টেস্ট ক্যাম্পের উদ্বোধন করেন  প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

বনপাড়া পৌর শহর সহ আশেপাশের ইউনিয়নে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় উপজেলা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় এই ফ্রি  টেস্ট ক্যাম্প চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইউএনও জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, নাটোর সদর হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ডা. আনছারুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার-এমসিএইচ ডা. ওয়ালিউল ইসলাম, অন্যদের মধ্যে প্রবীণ আ.লীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিক, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, জোয়াড়ি ইউপি সদস্য ফেরদৌস-উল-আলম, যুবলীগ নেতা জাকির হোসেন সরকার, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

x