লক ডাউন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য শহরের বিভিন্ন স্থানে অভিযান করা হয়। এসময় দেখা গিয়েছে সাধারণ জনতা মাস্ক পরিধান না করা এবং সরকারি নির্দেশ প্রক্ষেপ করায় ১৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭,৯০০/- টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
স্বাস্হ্যবিধি ও সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা প্রতিপালন নিশ্চিতে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল ও পুলিশ প্রশাসন কর্তৃক এ অভিযান পরিচালিত করা হয়।
আইন অমান্য করে ক্রেতা-বিক্রেতা পর্যায়ে এবং পাবলিক প্লেসে মাস্ক না পরার অপরাধে এবং সরকারি নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠান খোলা রাখায় দায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মুল) আইনের সংশ্লিষ্ট ধারায় এসব জরিমানা করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নজরুল ইসলাম বলেন, স্বাস্হ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। নিউজ সোর্সঃ শ্রীমঙ্গলে লক ডাউন না মেনে চলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ জরিমানা
Leave a Reply