সারাদেশের ন্যায় গাইবান্ধা সুন্দরগঞ্জে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত ৭দিনের লকডাউনের প্রথম দিনে গাইবান্ধার সুন্দরগঞ্জে কঠোরভাবে চলেও দ্বিতীয় দিন চলছে ঢিলেঢালাভাবে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকা গুরুত্বপূর্ণ স্থানে কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশের চেক পোস্ট বসানো হয়েছিল।
শুক্রবার দ্বিতীয় দিন তেমন কোনো প্রশাসন চাপ দেখা যায়নি । তাই বাজার মুখি লোকজন দেখা যাচ্ছে। তবে হাট-বাজার গুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ওষুধের দোকান ছাড়া শপিংমল এবং দোকান পাট বন্ধ রয়েছে। সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করলেও তার সংখ্যা অনেকটা কম। তবে মোটরসাইকেল ও বাই সাইকেল নিয়ে বাজারে এসে ঘোড়াঘুড়ি করছে উপজেলার ছোট ছোট বাজার গুলোতে। পথচারীদের সাথে কথা হলে কেউ কেউ বিভিন্ন কাজের কথা বলে আমার কেউ বাজারে কেউ আবার লগডাউন দেখতে এসেছে বলেন, বাজার আসা লোকজন। এদিকে সুন্দরগঞ্জ উপজেলায় ১৯ জনের শরীরে করোনা সংক্রমন দেখা দিয়েছে।