ঢাকা, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন
ফিল্ড হাসপাতাল স্থাপন করে জরুরি চিকিৎসা দেবে সশস্ত্রবাহিনী
অনলাইন ডেস্ক

অপারেশন ‘কোভিড শিল্ড-ফেজ ২’ এর আওতায় সশস্ত্রবাহিনী সতর্কতামূলক টহল দেওয়া শুরু করেছে। গত বছরের মতো এবারও সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কাজ করছে তারা। চেকপোস্ট স্থাপনের মাধ্যমে চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি প্রয়োজনে ফিল্ড হাসপাতাল স্থাপনের মাধ্যমে জরুরি স্বাস্থ্যসেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সশস্ত্রবাহিনীর পক্ষ থেকে।

বৃহস্পতিবার (১ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, দেশের সকল বিভাগীয় ও জেলা শহরসহ সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সহায়তার উদ্দেশ্যে বৃহস্পতিবার সশস্ত্রবাহিনী মোতায়েন করা হয়। গত ৩০ জুন জারি করা সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, সশস্ত্রবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সাম্প্রতিক সময়ে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সরকার বৃহস্পতিবার থেকে আগামী ৭ জুলাই পর্যন্ত দেশব্যাপী সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি-নিষেধ আরোপ করেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার দেশের সকল বিভাগীয় ও জেলা শহরগুলোতে পুলিশ এবং বিজিবির পাশাপাশি সশস্ত্রবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়।

2 responses to “ফিল্ড হাসপাতাল স্থাপন করে জরুরি চিকিৎসা দেবে সশস্ত্রবাহিনী”

  1. … [Trackback]

    […] Read More Info here on that Topic: doinikdak.com/news/31389 […]

  2. … [Trackback]

    […] Information to that Topic: doinikdak.com/news/31389 […]

Leave a Reply

Your email address will not be published.

x