ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন
সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির ফাঁদে আঁটকে গেছেন নারী নির্মাতারা?
Reporter Name

গত সপ্তাহে জানা গেছে ব্রিটিশ নির্মাতা এমেরাল্ড ফেনেল ডিসি ফিল্মের সুপারহিরো ছবি ‘জাটানা’র গল্প লিখবেন। এরপরেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ফেনেল পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন মাত্রই। তার প্রথম ছবি ‘প্রমিজিং ইয়ং ওমেন’ অস্কারে সেরা নির্মাতা সহ ৫টি মনোনয়ন পেয়েছে। ফেনেলের মতোই আরেক নারী নির্মাতা কোল ঝাও এবার অস্কারের আলোচনায় আছেন। তার প্রথম ছবি ‘নোম্যাডল্যান্ড’ পুরো বিশ্বের চলচ্চিত্র সমালোচকদের কাছে প্রশংসা পাচ্ছে। এই ছবির জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন এই নির্মাতা। কোল ঝাও-এর পরবর্তী ছবি মার্ভেলের ‘ইটারনালস’। ২০০ মিলিয়ন ডলার বাজেটের এই ছবিটি কোল ঝাওয়ের প্রথম ছবির ঠিক বিপরীত।

নারীকেন্দ্রিক গল্পের ‘বার্লিন সিনড্রোম’-নির্মাতা কেট শর্টল্যান্ড পরিচালনা করেছেন মার্ভেলের ‘ব্ল্যাক উইডো’। ক্যাথি ইয়ান চাইনিজ ভাষার ‘ডেড পিগস’ নির্মাণ করার পর ডিসির ‘বার্ডস অব প্রে’ তৈরি করেছেন। নিয়া ডি কস্তা ২০১৮ সালের সারা জাগানো ছবি ‘লিটল উডস’ দিয়ে শুরু করে বর্তমানে তৈরি করছেন ‘ক্যাপটেন মার্ভেল টু।’ বোঝাই যাচ্ছে যে সুপারহিরো সেক্টরে নারী নির্মাতাদের চাহিদা বেড়েছে।

তবে সুপারহিরো ছবির নির্মাণের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, এমন নির্মাতাও আছেন। লুক্রেশিয়া মারটেল ফিরিয়েছেন ‘ব্ল্যাক উইডো’ নির্মানের প্রস্তাব। কারণ, মার্ভেল তাকে বলে বলেছিল, অ্যাকশনের দৃশ্য গুলো নিয়ে তাকে ভাবতে হবে না। অর্থাৎ, অ্যাকশনের দৃশ্যগুলোর জন্য এখনও স্টুডিওগুলো পুরুষ নির্মাতাদের ওপর নির্ভর করে। দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published.

x