বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত রিপোর্টে দেখা গেছে মুহূর্তের মধ্যেই বিশ্বের ১০০টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস প্রজাতিটি। ভারত, ব্রিটেন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্রে ফের হানা দিয়েছে এই ডেল্টা ধরনটি।
গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটা পরিসংখ্যান থেকে জানা গেছে, ভারতে ২২৪টি জিনোম সিকোয়েন্সের মধ্যে ৬৭ শতাংশ ক্ষেত্রে ডেল্টা যোগ রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে জানা গেছে, দেশটিতে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের নেপথ্যে ছিল ডেল্টা ধরন (বি.১.৬১৭.২)। এরপরও এই ভাইরাসের মিউটেশন ঘটে। অ্যাওয়াই.১ এবং অ্যাওয়াই.২, যেখান থেকে উৎপত্তি ঘটে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের। এ ছাড়া গত চার সপ্তাহে ব্রিটেন ও সিঙ্গাপুরের ৯০ শতাংশ ক্ষেত্রে জিনোম সিকোয়েন্সে ডেল্টা প্রজাতি লক্ষ করা গেছে।