ঢাকা, সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
ফুলবাড়ীতে ঝড়ে লন্ডভন্ড ঘটনাস্থল পরিদর্শন করলেন উপজেলা প্রশাসন
হেলাল উদ্দিন ফুলবাড়ী কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই গ্রামে গত সোমবার সন্ধ্যায় ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ফুলবাড়ী উপজেলা প্রশাসন

৩০ জুন বুধবার বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন। এসময় বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খয়বর আলী মিয়া ও ইউপি সদস্য মফিজুল হক  উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সাথে কথা বলে ঝড়ের তান্ডবে ক্ষয়ক্ষতির খোঁজ খবর নেন। ঝড়ের আঘাতে আজিজুল হকের বসতবাড়ী পুরোপুরি নিশ্চিহ্ন হওয়ার ঘটনা দেখে তারা দুঃখ প্রকাশ করেন। এসময় ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে উপজেলা প্রশাসনের তরফ থেকে খাদ্য সহায়তা প্রদান করেন এবং অচিরেই নগদ অর্থ ও টেউটিন প্রদানের আশ্বাস দেন।

x