ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ‘এবারের কঠোর লকডাউনে কোনও ধরনের ব্যক্তিগত গাড়ি বা মোটরযান নিয়ে বের হতে পারবেন না।’
বুধবার (৩০ জুন) দুপুর ১২টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কোনও ধরনের যানবাহন এবার চলতে দেব না। তবে পণ্যবাহী যেসব যানবাহন রয়েছে সেগুলো চলবে।
ডিএমপি কমিশনার বলেন, সঙ্গত কারণে মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য কাঁচাবাজার, রোগীদের ওষুধ কেনা, কোভিডের টিকা নিতে যাওয়া, কোভিডের টেস্ট করাতে যাওয়া এসব ক্ষেত্রে কোভিডের ম্যাসেজ দেখিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে বাইরে বের হতে পারবেন।
তবে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে বাজারে যেতে হলে আমরা তাদের রিকশা ব্যবহারের অনুরোধ করবো। অন্যান্য সব জরুরি কাজে রিকশা ব্যবহার করা যাবে। কিন্তু পরিবার নিয়ে বাইরে ঘুরতে পার্কে যাওয়ার জন্য রিকশা ব্যবহার করা যাবে না।
আন্তর্জাতিক ফ্লাইটে যারা আসবে তাদের বহনের জন্য গাড়ি ব্যবহার করা যাবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আগত যাত্রীদের পরিবারকে আমরা অনুরোধ করবো আপনারা গাড়ি দিয়ে বিমানবন্দরে না গেলেও চলবে। কারণ বিমানবন্দরে যাত্রীদের জন্য পর্যাপ্ত সংখ্যক গাড়ি রয়েছে।
আন্তর্জাতিক যাত্রীদের রাস্তায় যাতায়াত করলে টিকিট এবং পাসপোর্ট প্রদর্শন করতে হবে।
Leave a Reply