বৃহস্পতিবার (১ জুলাই) অর্থবছরের শুরুর দিন ব্যাংক হলিডে হিসেবে ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। তবে গ্রাহকের সঙ্গে কোনো লেনদেন না করলেও নিজস্ব হিসাব মেলাতে খোলা থাকবে ব্যাংক। একই দিন ব্যাংক লেনদেন বন্ধ থাকায় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনও বন্ধ থাকবে।
ব্যাংক হলিডেতে ব্যাংকগুলো তাদের অন্য সব শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। এদিন কেন্দ্রীয় ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাফতরিক কার্যক্রম করা হয় না।
বছরে দুইদিন ব্যাংক হলিডে, এর একদিন ১ জুলাই এবং অপর দিন ৩১ ডিসেম্বর। এ দুই দিনে ব্যাংকগুরো তাদের লাভ-ক্ষতির হিসাব করে নতুন দিন শুরু করে। ব্যাংকগুলো ১ জুলাই অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে এবং ৩১ ডিসেম্বর বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে।
… [Trackback]
[…] Find More to that Topic: doinikdak.com/news/30764 […]