সারা দেশে ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হবে সর্বাত্মক লকডাউন। এদিন ভোর ৬টা থেকে ৭ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭ দিনের লকডাউন বাস্তবায়ন করতে আরোপ করা হবে কঠোর বিধিনিষেধ। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়ার ওপর থাকছে নিষেধাজ্ঞা। আর লকডাউন অমান্য করলে থাকছে কঠোর শাস্তির ব্যবস্থাও। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সর্বাত্মক এই লকডাউনে কী কী বিধিবিধান, আদেশ-নিষেধ থাকছে তা জানা যাবে আজ বুধবার (৩০ জুন)। সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে লকডাউনের বিধিবিধান সংবলিত প্রজ্ঞাপন জারি করা হবে আজ।
৭ জুলাই পর্যন্ত প্রথম ধাপের এই সর্বাত্মক লকডাউনের সময়সীমা বাড়তে পারে প্রয়োজন অনুসারে- এমনটি জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। প্রশাসনের উচ্চমহল থেকে ঘোষণা করা হয়েছে, ‘সর্বাত্মক লকডাউনে জরুরি কারণ ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না। এরই মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজধানীসহ সারা দেশের গণপরিবহন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। লকডাউন অমান্য করা হলে কঠোর শাস্তি দেওয়া হবে বলেও বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে।
লকডাউন অমান্য করলে শাস্তি কী- সেই প্রশ্নের উত্তরও জানা যাবে জারি করা প্রজ্ঞাপন থেকে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কঠোর এই বিধিনিষেধ বাস্তবায়ন করতে পুলিশ-বিজিবির সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনীও।
সরকারি তথ্য বিবরণে মঙ্গলবার বলা হয়, জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ সময়ে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরতরা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।