সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের রড জাতীয় মালামাল চুরির চেষ্টা করা হয়েছে। জানাগেছে, ২৮ জুন রাতে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের নাদামপুর নামক স্থানে সড়কে নির্মাণাধীন সেতুর রড জাতীয় মালামাল চুরির চেষ্টা করা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এমএম বিল্ডার্স লিমিটেড এর রডের পাইপ জাতীয় মালামাল রিকশাতে নিয়ে যাওয়ার সময় পথচারীরা দেখে হাঁক-ডাক দিলে রিকশায় থাকা যাত্রী বেশি চোর পালিয়ে যায়।
এ সময় অপ্রাপ্ত বয়স্ক রিকশা চালককে আটক করা হলেও সে জড়িত না থাকায় ছেড়ে দেয়া হয় বলে জগন্নাথপুর থানার এসআই মির্জা শাফায়েত হোসেন জানান।
… [Trackback]
[…] Information to that Topic: doinikdak.com/news/30496 […]
… [Trackback]
[…] Find More Information here on that Topic: doinikdak.com/news/30496 […]